ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় ভিসার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০২৫
ভারতীয় ভিসার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ ভারতের ওপর নির্ভরশীল। তিনি উল্লেখ করেন, ভিসা জটিলতা আমরা তৈরি করিনি। কোনো দেশ যদি কাউকে বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে সে বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করবো, ভারত আমাদের তাদের সিদ্ধান্ত জানাবে।


মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, "ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান। আমরা ভারতের সঙ্গে কার্যকর ওয়ার্কিং রিলেশন চাই।"


গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। পরবর্তীতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও এখনো কেবল চিকিৎসা ভিসা ও কিছু জরুরি ভিসা প্রদান করা হচ্ছে। অন্যান্য ক্যাটাগরির ভিসা ইস্যু বন্ধ রয়েছে।


thebgbd.com/NA