ঢাকা | বঙ্গাব্দ

ভিঞ্চির ছবির সুড়ঙ্গ!

গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের ব্যবহার এবং লেজার স্ক্যানিং পদ্ধতির প্রয়োগ করে ওই দুর্গের নীচের কাঠামো ডিজিটাইজের কাজ চলে।
  • অনলাইন ডেস্ক | ০৪ মার্চ, ২০২৫
ভিঞ্চির ছবির সুড়ঙ্গ! লিয়োনার্দো দা ভিঞ্চি।

লিয়োনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির গোপন সুড়ঙ্গ শেষ পর্যন্ত আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। ইটালির মিলানে পঞ্চদশ শতাব্দীর স্ফোরজা দুর্গের নীচে ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে। ১৪৯৫ সালের আগে-পরে দা ভিঞ্চির আঁকা ছবির সূত্রে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে জল্পনা ছিল। 


গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের ব্যবহার এবং লেজার স্ক্যানিং পদ্ধতির প্রয়োগ করে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ওই দুর্গের নীচের কাঠামো ডিজিটাইজ করার কাজ চলে। তাতেই গোপন ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে সম্প্রতি।


ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওই দুর্গের নির্মাণ শুরু হয়। দা ভিঞ্চি সেটির দেওয়াল এবং ছাদ অলঙ্করণের দায়িত্ব পান। মিলান পলিটেকনিক ইউনিভার্সিটির স্থাপত্যের-ইতিহাসবিদ ফ্রাঞ্চেসকা বায়োলো বলেন, সেই সময়ের সেনা পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রখর জ্ঞান ছিল দা ভিঞ্চির। সম্ভবত তার পরিকল্পনাতেই দূর্গের নীচে সুড়ঙ্গ নির্মিত হয়। 


সূত্র: রয়টার্স


এসজেড