পিএসভিকে তাদেরই ঘরের মাঠে লজ্জায় ডোবালো আর্সেনাল। ডাচ ক্লাবটিকে ৭-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো গানাররা।
শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে ফিলিপস স্টেডিয়ামে গোল উৎসব করেছেন আর্সেনালের ছয় ফুটবলার। জোড়া গোল করেন মার্টিন ওডেগার্ড। একটি গোল করেন জুরিয়েন টিম্বার, এথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও রিকার্দো ক্যালাফিওরি। পিএসভির হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নোয়া ল্যাং।
এদিন বল দখলে অবশ্য পিছিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে তারা ৪৬ শতাংশ সময় বল দখলে রেখেছিল। তবে যতক্ষণ পায়ে বল রেখেছিল একের পর এক আক্রমণে বিধ্বস্ত করেছে পিএসভিকে। পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৮টি লক্ষ্য বরাবর রেখেছিল মিকেল আর্তেতার শিষ্যরা। বিপরীতে স্বাগতিকরা ১২ শটের মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল।
আর্সেনালের গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ১৮তম মিনিটে। বক্সের বাঁ দিক থেকে রাইসের ক্রসে দূরের পোস্টে হেডে দলকে এগিয়ে নেন ডাচ ডিফেন্ডার টিম্বার। তিন মিনিটের ব্যবধানে ফের পিএসভির জালে হানা দেন নোয়ানেরি। মাইলস লুইস-স্কেলির পাসে প্রতিপক্ষের পা ছুঁয়ে পাওয়া বলে কাছ থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন ১৭ বছর বয়সী নোয়ানেরি। ৩১তম মিনিটে বক্সে প্রতিপক্ষের পা থেকে পাওয়া বলে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।
বিরতির আগে ব্যবধান কমায় পিএসভি। আর্সেনালের টমাস পার্টি বক্সে লুক ডি ইয়ংকে ফেলে দেয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৪৩তম মিনিটে সফল স্পট-কিকে স্বাগতিকদের গোলটি এনে দেন কমান ল্যাং।
৩-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল উৎসবে মেতে ওঠে আর্সেনাল। ৪৭তম মিনিটে ওডেগার্ড আর পরের মিনিটে পিএসভির জাল কাঁপান ত্রোসার্ড।
এরপর ৭৩তম মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন ওডেগার্ড। ১২ মিনিট পর গোল ব্যবধান ৭-১ করেন ক্যালাফিওরি।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা। বড় এ জয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট এক প্রকার নিশ্চিত করে নিলো গানাররা। আগামী ১২ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৫-০ ব্যবধানে হারলেও খুব একটা সমস্যা হবে না তাদের।
thebgbd.com/NIT