ঢাকা | বঙ্গাব্দ

গুলশানে তল্লাশির নামে তছনছ, যা বলছে প্রেস উইং

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে, যখন ২০-২৫ জন লোক তল্লাশির অজুহাতে ওই বাসায় প্রবেশ করে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনজনকে আটক করা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মার্চ, ২০২৫
গুলশানে তল্লাশির নামে তছনছ, যা বলছে প্রেস উইং সংগৃহীত

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির অজুহাতে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালানোর ঘটনায় ওই বাসার সাবেক কেয়ারটেকার জনগণকে উসকানি দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।


বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে, যখন ২০-২৫ জন লোক তল্লাশির অজুহাতে ওই বাসায় প্রবেশ করে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮), যাদের মধ্যে জুয়েল ও শাকিল খন্দকার বাবা–ছেলে।


পুলিশ জানিয়েছে, তল্লাশির অজুহাতে ওই বাসায় ঢুকে ৯৯৯–এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শাকিল আহমেদ, যিনি একসময় বাসাটির কেয়ারটেকারের কাজ করতেন, তাকে মূলত জনতাকে উসকানি দেওয়ার জন্য দায়ী করা হচ্ছে। তিনি লোকজনকে বাসাটিতে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও অস্ত্র লুকিয়ে রাখার খবর দিয়ে তল্লাশি চালানোর জন্য উসকানি দিয়েছেন।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টায়ও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।


এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যেন আইন নিজের হাতে না নেয় এবং কোনো অপরাধ ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করা উচিত। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


thebgbd.com/NIT