বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
এ সময় নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার) উপস্থিত ছিলেন। সি আর আবরার বঙ্গভবনে শপথ গ্রহণের পর বেলা ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হন। সেখানে ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "শিক্ষকদের বেতনভাতা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, এবং তাদের মধ্যে বিভাজন রয়েছে। ২০০৫, ২০১৫ সাল থেকে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে এবং বিভিন্ন দাবিও তৈরি হয়েছে। তবে, সবারই বেতন-ভাতা অপর্যাপ্ত বলে দাবি রয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের জন্য সময়মতো ব্যবস্থা নেওয়া যায়। বিশেষত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণভাতা এবং অবসরভাতা একটি বড় দাবি, যা এখন পুরণ করতে আমাদের কঠিন সময়সীমা রয়েছে।"
এছাড়া, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন সমান করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। তবে, ১৫ বছরের বৈষম্য এক-দুই বছরের বাজেটে মেটানো সম্ভব নয় বলে জানিয়ে উপদেষ্টা বলেন, "তবে আমরা শুরুটা করেছি এবং এই বছরের ঈদুল আজহা থেকে আগামী বছরের বাজেটে কিছু বাজেট বাড়ানোর চেষ্টা করা হবে।"
তিনি বলেন, "অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি ফান্ড এ বছর কিছুটা তৈরি করা হয়েছে এবং আগামী বাজেটে এটি আরও বৃদ্ধি পাবে। এটি টেকসই করতে এক-দুটি বাজেটে সম্ভব হবে না, তবে ভবিষ্যতে এটি সমাধান হবে।"
thebgbd.com/NA