নরসিংদীতে রমজানজুড়ে সপ্তাহে দুইদিন সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে।
আজ বুধবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।
এতে দুধ ৮০ টাকা লিটারে, ১২টি ডিম ১০০ টাকায় এবং মুরগি কেজিপ্রতি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য সহায়ক।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্যরা।
thebgbd.com/NIT