ঢাকা | বঙ্গাব্দ

ভুল বোঝাবুঝির জেরেই দুই বিদেশিকে মারধর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময়ের সময় ভুল বোঝাবুঝির জেরে দুই ইরানি নাগরিককে মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০২৫
ভুল বোঝাবুঝির জেরেই দুই বিদেশিকে মারধর ছবি : সংগৃহীত।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময়ের সময় ভুল বোঝাবুঝির জেরে দুই ইরানি নাগরিককে মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী সন্দেহে তাদের ঘিরে ‘মব’ তৈরি হয় এবং মারধরের একপর্যায়ে পুলিশও আক্রান্ত হয়।


এ ঘটনায় সাব্বির ও আব্দুল্লাহ নামের দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান জানিয়েছেন, পুলিশের ওপর হামলা এবং গুরুতর আঘাতের অভিযোগ এনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।


আহত দুই ইরানি নাগরিক—৭৪ বছর বয়সী মোহাম্মদ আহমদ ও তার ১৮ বছর বয়সী নাতি মো. মেহেদী। তারা বাংলাদেশে পর্যটক হিসেবে এসেছেন বলে জানা গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই দুই বিদেশি এক বাংলাদেশির কাছ থেকে ডলার বদলে টাকা নেন। লেনদেনের সময় ওই ব্যক্তি অভিযোগ করেন যে তিনি কম ডলার পেয়েছেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি বিদেশিদের গাড়িতে আঘাত করেন। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন জড়ো হয় এবং উত্তেজিত জনতা তাদের মারধর করে। আতঙ্কে দুই ইরানি নাগরিক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। তাদের সঙ্গে থাকা বাংলাদেশি গাড়িচালকও পিটুনির শিকার হন, তবে তার খোঁজ মেলেনি।


ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, ছিনতাইয়ের অভিযোগ উঠলেও এখনও কোনো নির্দিষ্ট ভুক্তভোগী পাওয়া যায়নি। তাই পুরো ঘটনা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত কর্মকর্তা সুজন হক জানান, ইরানি নাগরিকদের ভাষ্য অনুযায়ী ঘটনাটি একরকম মনে হচ্ছে, তবে কেন তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, সেটি এখনো স্পষ্ট নয়। তারা নিরপরাধ কিনা, তা নিশ্চিত করতে আরও তদন্ত চলছে।


সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করছে পুলিশ।



thebgbd.com/NA