‘অন্য কোনও প্রশাসন যা চার বছর বা আট বছরে করবে, আমরা তা ৪৩ দিনে করে দেখিয়ে দিলাম।’ এই দাবি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে বুধবার তিনি মার্কিন কংগ্রেসের মুখোমুখি হন।
কংগ্রেসের এই বিশেষ যুগ্ম অধিবেশনে ট্রাম্প জানান, বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ’ বিষয় সুনিশ্চিত করতে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি নির্বাহি আদেশে সাক্ষর করেছেন। উদাহরণস্বরূপ তিনি জানান, ‘মেয়েদের খেলা থেকে পুরুষদের নিষিদ্ধ করা’ এবং ‘পুরুষ ও নারী, শুধু এই দু’টিই যে প্রাকৃতিক লিঙ্গ তা সরকারি ভাবে নিশ্চিত করার’ লক্ষ্যে পদক্ষেপ করেছেন তিনি।
লিঙ্গ-বিষয়ে আমেরিকান প্রেসিডেন্টের নানা মন্তব্যে এর আগেই বিতর্কে সৃষ্টি হয়। তৃতীয় লিঙ্গের মানুষদের সেনাবাহিনী থেকে বিতাড়িত ও রূপান্তরিত মহিলাদের মেয়েদের সঙ্গে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া নিষিদ্ধ করার মতো বিতর্কিত পদক্ষেপের দিকে এগিয়েছেন তিনি। কংগ্রেসের সামনে তাঁর বক্তৃতা স্পষ্ট করে দিল, নিজের সেই অবস্থান থেকে সরছেন না ট্রাম্প। প্রেসিডেন্টের আরও দাবি, তিনি ‘বাক্স্বাধীনতা অক্ষুণ্ণ’ রাখতেও জরুরি পদক্ষেপ করছেন।
বক্তৃতায় ইউক্রেনের প্রসঙ্গও ছুঁয়ে যান ট্রাম্প। ট্রাম্প জানান, জেলেনস্কি আজ (বুধবার, ৫ মার্চ) সকালে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘শান্তি-আলোচনার জন্য প্রস্তুতি’ নিচ্ছেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেও তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন, রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী, দাবি করেন ট্রাম্প। ‘শান্তি ফিরলে কী ভাল হবে, তাই না’, মন্তব্য প্রেসিডেন্টের।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার ফাঁকে আর একটি জরুরি বিষয় নিয়েও মন্তব্য করতে ছাড়েননি প্রেসিডেন্ট। বলেছেন, ‘ডিমের দাম কী ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে দিকেও কড়া নজর রেখেছি। দ্রুত দাম কমানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে।’
সূত্র: স্কাই নিউজ