ঢাকা | বঙ্গাব্দ

সামরিক বিমানে আর নয়!

আগে বাণিজ্যিক চার্টার বিমানে ফেরত পাঠানো হতো। ট্রাম্প প্রশাসন সামরিক বিমানে পাঠানো শুরু করে। তবে সামরিক বিমানে খরচ বেশি।
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৫
সামরিক বিমানে আর নয়! অবৈধদের বিতারনে সামরিক বিমানের ব্যবহার আপাতত বন্ধ।

অবৈধ অভিবাসীদের বিতাড়নের জন্য সামরিক বিমানের ব্যবহার আপাতত বন্ধ রেখেঝে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সবশেষ ১ মার্চ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী নিয়ে একটি সামরিক বিমান রওনা দেয়। এরপর পেন্টাগনের আর কোনও বিমান অভিবাসী ফেরত পাঠানোর কাজে ব্যবহার হয়নি। এই সংক্রান্ত বিষয়ে আপাতত কোনও সামরিক বিমানের পূর্বনির্ধারিত সূচিও নেই। মার্কিন ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রেসিডেন্ট হওয়ার পরই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নে উদ্যোগী হন ট্রাম্প। মার্কিন সামরিক বিমান সি-১৭ (গ্লোবমাস্টার) এবং সি-১৩০ ব্যবহার করে ভারত, গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাসসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে বেশ কিছু দেশে সামরিক বিমান পাঠানোয় তুলনামূলক বেশি খরচ হয়েছে দেশটির।


সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক বিমানে প্রতিজন অবৈধ অভিবাসীকে গুয়াতেমালায় পাঠানোর জন্য ট্রাম্প প্রশাসনকে গুনতে হয়েছে ৪,৬৭৫ মার্কিন ডলার। যেখানে বাণিজ্যিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায় জনপ্রতি খরচ ৮৫৩ মার্কিন ডলার। 


ট্রাম্প ক্ষমতায় আসার আগেও অবৈধ অভিবাসীদের বিভিন্ন সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অতীতে সাধারণত অবৈধ অভিবাসীদের বাণিজ্যিক চার্টার বিমানে নিজেদের দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন চার্টার বিমানগুলির পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং অভিবাসন দপ্তর (আইসিই)। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্প সেই পথে হাঁটেননি।


ট্রাম্প প্রথমে সামরিক বিমানে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করলেও এতে বেশ কিছু সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম সি-১৭ গ্লোবমাস্টার বিমানের যাত্রাপথ। এই সামরিক বিমানটি মেক্সিকোর আকাশপথ ব্যবহার করতে পারে না। সামরিক বিমান হওয়ায়, অনেক দেশই আকাশপথ ব্যবহার করতে দিতে অস্বস্তি বোধ করে। ফলে বেশ কিছু গন্তব্যে যাওয়ার জন্য ঘুরপথে চলাচল করতে হচ্ছিল বিমানটিকে। এমন পরিস্থিতিতে অবৈধবাসীদের বিতাড়নের জন্য পেন্টাগনের সামরিক বিমান ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।


সূত্র: রয়টার্স


এসজেড