সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসবেন ইউক্রেনের কর্মকর্তারা। তবে সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন না। তার বদলে নিজের প্রতিনিধিদের পাঠিয়ে দেবেন। বৃহস্পতিবার রাতের ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে জেলেনস্কি সৌদি সফরে যাবেন। কিন্তু মার্কিনিদের সঙ্গে বৈঠকে থাকবেন না।
জেলেনস্কি বলেছেন, ‘সৌদি আরবের রাজার সঙ্গে দেখা করতে যাব। তারপর আমার প্রতিনিধিদল সেখানে থেকে যাবে। যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবে তারা। ইউক্রেন সব সময় শান্তিতে আগ্রহী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকেও বলেছি, দ্রুত এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন সব সময় কাজ করবে।’
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্যবিনিময়ের যুক্তরাষ্ট্র থেকে সোজা ব্রিটেনে চলে যান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর তিনি ইউরোপের একাধিক দেশকে পাশে পেয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে বিশেষ ঋণও দিয়েছে ব্রিটেন। ইউক্রেনে সেনা সরবরাহ এবং আর্থিক সাহায্যের জন্য একযোগে কাজ করছে ব্রিটেন এবং ফ্রান্স।
যদিও জেলেনস্কি মেনে নিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তার প্রয়োজন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করা সম্ভব। দুই দেশের সম্পর্ক যাতে আবার আগের মতো হয়ে ওঠে, তার চেষ্টা চলছে। সৌদি আরবে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের বৈঠকও সেই শান্তি এবং সম্প্রীতির বার্তা বহন করছে।
সূত্র: রয়টার্স
এসজেড