ঢাকা | বঙ্গাব্দ

আকাশে ইউক্রেনের ভরসা ফ্রান্স

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শুক্রবার থেকে রাশিয়া অন্তত ৫৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০ বার ড্রোন হামলা চালিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ মার্চ, ২০২৫
আকাশে ইউক্রেনের ভরসা ফ্রান্স মিরাজ ২০০০ যুদ্ধবিমান

রাশিয়ার বিরুদ্ধে আকাশযুদ্ধে প্রথমবার অংশ নিয়েছে ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান মিরাজ-২০০০। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম ‘কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, শুক্রবার সফল ভাবে রুশ ড্রোন এবং বিমান হামলা প্রতিরোধ করেছে ফ্রান্সের দেওয়া এই যুদ্ধবিমান। কিছুদিন আগেই ফ্রান্স থেকে এসেছে মিরাজ-২০০০।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ রাখার কথা ঘোষণার পরেই সক্রিয় হয়েছে ইউরোপ। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বৈঠকে ২৭টি সদস্যরাষ্ট্র ঐক্যবদ্ধ ভাবে ঋণনীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে।


ইইউ বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপের নিরাপত্তা জোরদার করতে ইইউ-এর সদস্যেরা মিলে ১৫ হাজার কোটি ইউরো ঋণ নেবে। এর বড় অংশ ব্যয় হবে ইউক্রেনের সামরিক সাহায্যে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ইইউ বৈঠকে কিয়েভকে সহায়তা বাড়ানোর পক্ষে বলেন, ‘ইউক্রেনে যা হয়েছে, তার প্রেক্ষিতে ইউরোপের প্রতিরক্ষা বাড়াতেই হবে।’ 


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি আলোচনায় রাজি হলেও ইউক্রেনে হামলার তীব্রতা কমায়নি মস্কো। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শুক্রবার থেকে রাশিয়া অন্তত ৫৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০ বার ড্রোন হামলা চালিয়েছে। হয়েছে বিমানহামলাও। পূর্বের খারকিভ থেকে পশ্চিমের তারনোপিল পর্যন্ত ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোগুলি ধ্বংস করতে সক্রিয় রাশিয়া।আর সেটা আটকাই ব্যবহার হচ্ছে মিরাজ-২০০০। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন এই যুদ্ধবিমানের নির্মাতা।


সূত্র: রয়টার্স


এসজেড