ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী

সারাদেশে নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০২৫
ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: রিজভী ছবি : সংগৃহীত।

সারাদেশে নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে।


শনিবার (৮ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দেশে যেন কোনো অশুভ শক্তির উত্থান না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”


তিনি আরও বলেন, ক্যাম্পাসে নারীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং এটি বাংলাদেশের অতি রক্ষণশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি বাড়ানোর ষড়যন্ত্রের অংশ।


রিজভী জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে এবং নতুন যুগের সূচনা করবে।



thebgbd.com/NA