ঢাকা | বঙ্গাব্দ

রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স ছবি : সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগে এটি ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ নামে পরিচিত ছিল, তবে এখন থেকে এর নাম হবে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’


রিয়া গোপ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাসার ছাদে থাকা অবস্থায় মাথায় গুলি লাগার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাত্র সাড়ে ছয় বছর বয়সী এই শিশু। সেই ঘটনার স্মরণে এই ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে।


জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি রোববার (৮ মার্চ) এক চিঠিতে নাম পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন। এর আগে উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছিল, এবার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।



thebgbd.com/NA