রোববার (৯ মার্চ) দুপুর ২টায় লালমনিরহাট জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক।
এর আগে, হাসিনার সতীন মেহেরুন বেগম (৫৪) কে গ্রেপ্তার করা হয়।
হাসিনা বেগম (৪৪) এবং আশরাফুল ইসলামের বিয়ের ২৪-২৫ বছর পর এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গত বুধবার হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয় এবং তার পরিচয় শনাক্ত করা হয়। পরে পুলিশ তার স্বামী আশরাফুল ইসলামসহ মেহেরুন বেগমকে গ্রেপ্তার করে।
আশরাফুল ইসলাম দীর্ঘ সময় আত্মগোপন করে ছিল। তাকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে কেন তিনি এই হত্যা ঘটিয়েছেন।
thebgbd.com/NA