ঢাকা | বঙ্গাব্দ

অব্যাহতির পর এবার নাহিদের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
অব্যাহতির পর এবার নাহিদের নামে মামলা ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


মামলা গত ৭ মার্চ রংপুরের গঙ্গাচড়া থানার গ্রীন সিটি ইকো পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে দায়ের করেন। মামলায় নাহিদ হাসান খন্দকারের নামসহ ৮-১০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি এক লাখ টাকা নগদ এবং প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন।


এছাড়া, নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে একটি ভিডিও এবং কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে, তাকে শোকজ করা হয়েছিল এবং পরে অব্যাহতি দেওয়া হয়।


thebgbd.com/NA