ঢাকা | বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুজন আটক, পালিয়েছে অন্য দুজন

স্থানীয়রা একটি বাড়ি থেকে নারীর চিৎকার শুনে এগিয়ে যান এবং সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে উদ্ধার করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুজন আটক, পালিয়েছে অন্য দুজন ছবি : সংগৃহীত।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঋষিপাড়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ওই বাড়িতে গত এক মাস ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও জুয়া খেলত।


শুক্রবার রাতের ঘটনা সম্পর্কে জানা যায়, স্থানীয়রা একটি বাড়ি থেকে নারীর চিৎকার শুনে এগিয়ে যান এবং সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে উদ্ধার করেন। এছাড়া দুই অভিযুক্তকে আটক করলেও আরও দুজন কৌশলে পালিয়ে যান।


মামলা রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়, যেখানে অভিযুক্তরা হচ্ছেন পানগাঁও বটতলা এলাকার আশরাফুল ইসলাম (২০), জীত সরকার (১৯), মো. লিমন (১৮), এবং মো. ইয়াসিন (১৮)। আশরাফুল ও জীত গ্রেপ্তার হলেও লিমন ও ইয়াসিন পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


জানা গেছে, এক বছর আগে ভুক্তভোগী নারী তার পরিবারের অমতে এক যুবককে বিয়ে করেন এবং বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে মনোমালিন্যের কারণে স্বামী তাকে একা রেখে চলে যান। এরপর নারীর কোনো খোঁজ না পেয়ে তিনি বাবার বাড়ি চাঁদপুর ফিরে যান, কিন্তু পরিবার তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। শেষে তিনি ঢাকায় ফিরে এসে আশ্রয়ের জন্য ওই রাতটি মাজারে কাটান।


শনিবার সন্ধ্যায় আশরাফুল ও জীত তাকে আশ্রয় দেওয়ার কথা বলে অটোরিকশায় করে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে লিমন ও ইয়াসিন তাদের যোগসাজশে নারীর ওপর ধর্ষণ চালান। পরে চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে আটক করেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে হাসপাতালে পাঠায়।


এছাড়া স্থানীয়রা জানান, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়া খেলার অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা পুলিশের আরও টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক দুজনের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই আসামির রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে, এবং আদালত তাঁদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।


thebgbd.com/NA