পবিত্র রমজান মাস চলাকালেই গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। রোববার (৯ মার্চ) ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
কোহেন বলেন, "আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধের নির্দেশে স্বাক্ষর করেছি।" তিনি আরও জানান, ইসরায়েল সব ধরনের পদক্ষেপ নেবে যাতে জিম্মিদের মুক্ত করা সম্ভব হয় এবং গাজা থেকে হামাস নির্মূল হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি।
এর আগে, গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে, হামাসকে আলোচনায় নতুন শর্ত গ্রহণে বাধ্য করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।