ঢাকা | বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

বায়ুদূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বাস্থ্য সংকট আরও গভীর হতে পারে। বিশেষত, শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এটি ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। নতুন বছর শুরু হতে না হতেই কয়েক দিন ধরে শহরের বাতাস ছিল অত্যন্ত দূষিত। সেই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের কারণ।


আজ সোমবার (১০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকার বায়ুর গুণমান সূচক (AQI) ২৪৭, যা একে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সময়ে পাকিস্তানের লাহোর ২০৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে এবং ভারতের দিল্লি ১৯৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।


আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর বিশুদ্ধ বায়ুর নির্দেশক। ৫১ থেকে ১০০ মাঝারি মানের বলে গণ্য হয়, তবে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং সবারই বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে প্রাণ হারায়। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ।


বায়ুর গুণমান সূচক নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষকের মাত্রা বিবেচনায়— বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই অক্সাইড (SO₂), এবং ওজোন (O₃)।


বায়ুদূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বাস্থ্য সংকট আরও গভীর হতে পারে। বিশেষত, শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এটি ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


thebgbd.com/NIT