ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় বাড়ছে সংঘাত

মহিলাদের নগ্ন করে ‘পদযাত্রা’ এবং নগ্ন অবস্থাতেই গুলি করা হচ্ছে! সিরিয়ায় ‘প্রতিশোধ-হত্যা’র ভয়াবহতায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে।
  • অনলাইন ডেস্ক | ১০ মার্চ, ২০২৫
সিরিয়ায় বাড়ছে সংঘাত পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত।

সংঘাত বাড়ছে সিরিয়ায়। মহিলাদের উপর নৃশংস অত্যাচার এবং হত্যার অভিযোগ উঠছে দেশের নানা প্রান্ত থেকে। সংবাদ সংস্থা এপি একটি রিপোর্টে জানিয়েছে, সিরিয়ায় মহিলাদের রাস্তা দিয়ে নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করা হচ্ছে। তার পর সেই অবস্থাতেই তাদের গুলি করছে সশস্ত্র বাহিনী। রাস্তায় জমছে লাশের পাহাড়।


প্রায় দেড় দশকের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। তারপর সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখনও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আসাদ রাশিয়ায় চলে গেছেন। কিন্তু সিরিয়ার সেই অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার অনুগামীদের সংঘাত চলছে। গত দু’দিন সেই সংঘাত প্রবল আকার নিয়েছে। দু’দিনে মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। অধিকাংশই সিরিয়ার সাধারণ নাগরিক। তাদের মধ্যে মহিলা এবং শিশুই বেশি।


আসাদপন্থিরা সরকারি নিরাপত্তা বাহিনীকে ‘লক্ষ্য’ করে হামলা চালাচ্ছেন। আবার ‘প্রতিশোধ-হত্যা’র শিকারও হচ্ছেন। সিরিয়ার আলাউইত নামের সংখ্যালঘু শ্রেণি আসাদের অনুগত। অভিযোগ, বেছে বেছে তাদের উপর হামলা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের নিযুক্ত বাহিনী। তারাই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ।


সিরিয়ার এই সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বৃহস্পতিবার। জাবলেহ্‌ শহরে এক অভিযুক্তকে ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে তাদের বাধা দেন আসাদপন্থিরা। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। ব্রিটেনে অবস্থিত সিরিয়ার পর্যবেক্ষণাগার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ৭৪৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিহতদের তালিকায় আছেন সিরিয়ায় ১২৫ জন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা এবং আসাদের অন্তত ১৪৮ জন অনুগামী। অন্তর্বর্তী সরকারের দাবি, দেশের বেশির ভাগ অংশেই নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে পৌঁছোনোর রাস্তা বন্ধ রাখা হয়েছে।


আসাদ ক্ষমতাসীন থাকাকালীন আলাউইত সম্প্রদায়ের সদস্যেরা সরকারের উচ্চপদে আসীন ছিলেন। সিরিয়ার সামরিক বাহিনীতেও তাদের জায়গা ছিল পাকা। কিন্তু আসাদ দেশ ছাড়ার পর এই সম্প্রদায় সিরিয়া জুড়ে প্রতিহিংসার শিকার হয়েছে। নানা সময়ে নানা ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ব্রিটিশ পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রাস্তায় যাদের দেহ পড়ে আছে, তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে, যা ‘প্রতিশোধ-হত্যা’র অন্যতম নির্দেশক। প্রাণ বাঁচাতে আলাউইতদের অনেকে লেবাননে পালিয়ে যাচ্ছেন।


সূত্র: এপি


এসজেড