ঢাকা | বঙ্গাব্দ

নারীদের প্রতি অশালীন মন্তব্য, গ্রেপ্তার হৃদয় খান

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি এবং উত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে (৩০) গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
নারীদের প্রতি অশালীন মন্তব্য, গ্রেপ্তার হৃদয় খান ছবি : সংগৃহীত।

সম্প্রতি এক ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়, যেখানে তিনি পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য অশালীন মন্তব্য করেন। ভিডিওতে তিনি নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রদান করেন এবং জানান যে, যারা হিজাব পরবে না, তারা ধর্ষিত হবে। তার এই মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সমাজের নারীদের প্রতি অবমাননা ও ক্ষতিকর ধারণা সৃষ্টি করছে।


বিশেষত, ভিডিওতে কম বয়সী মেয়েদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়েছে এবং দুইজন হিন্দু মেয়ের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি সমাজে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। এছাড়া, তার এই আচরণ সমাজে মা-বোনদের প্রতি বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে সমাজে পুরুষদের দৃষ্টিভঙ্গি নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।


এমন পরিস্থিতিতে, আজ সোমবার (১০ মার্চ) বিকাল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


thebgbd.com/NA