ঢাকা | বঙ্গাব্দ

রমজানে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ আমল

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৫
রমজানে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ আমল ফাইল ছবি

রমজান মাসে নেকি অর্জনের সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এই মাসে নিচের চারটি আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ—


১. বেশি করে কুরআন তিলাওয়াত করা: রমজান কুরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি করে কুরআন পড়া, শোনা ও বুঝার চেষ্টা করা উচিত।


আল্লাহ বলেন. "রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথনির্দেশ হিসেবে..." (সূরা আল-বাকারা: ১৮৫)


২. তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করা: রমজান রাতে দোয়া কবুল হওয়ার অন্যতম সময়। তাই তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।


রাসুল (সা.) বলেন, "যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের আশায় রাতে নামাজ পড়ে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।" (সহিহ বুখারি: ২০০৮, সহিহ মুসলিম: ১৭৪১)


৩. দান-সদকা করা: রমজানে দান-সদকার সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়।


রাসুল (সা.) ছিলেন, "তিনি রমজানে সবচেয়ে বেশি দান করতেন এবং তিনি প্রচণ্ড বেগে বয়ে চলা বাতাসের চেয়েও বেশি উদার ছিলেন।" (সহিহ বুখারি: ১৯০২)


৪. ইস্তিগফার ও দোয়া করা: রমজান মাস দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। তাই বেশি বেশি তওবা-ইস্তিগফার ও আল্লাহর কাছে দোয়া করা উচিত।


রাসুল (সা.) বলেন, "রমজানের প্রতিটি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন।" (তিরমিজি: ৬৮২)


এই চারটি আমল রমজানে করলে অগণিত সওয়াব অর্জন করা যায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।


thebgbd.com/NIT