অবসান হতে চলেছে দীর্ঘ ন’মাসের অপেক্ষার। অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সংবাদ সম্মেলনে সুনীতাদের ফেরার তারিখ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কী ভাবে, কোন মহাকাশযানে চড়ে তারা ফিরবেন, জানানো হয়েছে সেই পরিকল্পনাও।
নাসা জানিয়েছে, চলতি মাসেই পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ। প্রথমে ১৯ মার্চ দিনটিকে ঠিক হলেও সেই তারিখ এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১৬ মার্চ ফিরবেন দুই নভোচারী। নাসার আইএসএস প্রোগ্রাম ম্যানেজার ডানা ওয়েইগেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেব্রুয়ারিতে সুনীতাদের ফেরানোর জন্য নির্ধারিত মহাকাশযান ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ জানায় নাসা। ১২ মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান। তাতে থাকবেন আরও চার নভোচারী। নাসার অ্যান ম্যাক্লেন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ ক্রিউ ১০-এ চড়ে মহাকাশে যাবেন। তাদের গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতারা।
২০২৪ এর ৫ জুন মহাকাশে যান সুনীতা এবং বুচ। মাত্র আট দিন পরেই তাদের ফিরে আসার কথা। কিন্তু আট দিনের সফর যে নয় মাসেরও বেশি দীর্ঘায়িত হবে, তা কেউই ভাবতে পারেননি। যে বোয়িং স্টারলাইনারে চড়ে সুনীতারা মহাকাশে যান, উৎক্ষেপণের কয়েক দিনের মাথায় তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই ওই মহাকাশযানে তাদের ফেরানোর ঝুঁকি নেয়নি নাসা। ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন দুই নভোচারী। পরে তাদের ফেরানোর জন্য ইলনের সংস্থা স্পেসএক্সের সাহায্য নিয়েছে নাসা।
যদিও ইলনের দ্বারস্থ হওয়ার পরেও বেশ কয়েক বার পিছিয়েছে সুনীতাদের ঘরে ফেরার দিন! প্রথমে ঠিক হয়, ফেব্রুয়ারিতে তাদের নিয়ে স্পেসএক্সের মহাকাশযান পৃথিবীতে ফিরবে। পরে জানা যায়, মার্চের আগে ফেরা হচ্ছে না। ঠিক হয়, মার্চ মাসের শেষের দিকে চার সদস্যের ক্রিউ-১০ মিশন মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে। তাতেই পৃথিবীতে ফিরবেন সুনীতা এবং বুচ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনীতাদের ফিরিয়ে আনার বিষয়টি দ্রুত করতে নির্দেশ দেন স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ককে। তারপর এগিয়ে আনা হয় ক্রিউ-১০-এর উৎক্ষেপণের দিন। সুনীতাদের ফেরাতে সেপ্টেম্বরে স্পেসএক্সের ক্রিউ-৯ মিশনে মহাকাশে পাড়ি দেন নাসার আরও দুই মহাকাশচারী নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভ। সুনীতাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন তারাও।
সূত্র: রয়টার্স
এসজেড