দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে পূর্ব ঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি থেকে সরে এসে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্লোগান দিতে দিতে জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, ধর্ষকের বিচার নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো আইনজীবী যেন ধর্ষকের পক্ষে না দাঁড়ান সে দাবিও জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, রোজার মাস হওয়ায় ভোগান্তি কমাতে ‘ব্লকেড’ কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে সরকার ধর্ষকের শাস্তি নিশ্চিত ও ফাঁসি কার্যকর করার বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে ‘কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোঁড়’ স্লোগানে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
thebgbd.com/NA