এক্স (সাবেক টুইটার)-এর পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য সাইবার আক্রমণকে দায়ী করেছেন সমাজমাধ্যমটির মালিক ইলন মাস্ক। মার্কিন এই ধনকুবের আরও দাবি করেছেন, ইউক্রেন থেকে সাইবার আক্রমণটি চালানো হয়। এই কথা বলে তিনি ইউক্রেনের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন।
সোমবার পুরো বিশ্বেই একাধিক বার এক্স-এর পরিষেবায় বিঘ্ন ঘটে। অসুবিধার মুখে পড়েন ব্যবহারকারীরা। মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-এর একটি সাক্ষাৎকারে এই বিভ্রাটের কারণ নিয়ে প্রশ্ন করা হয় মাস্ককে। প্রত্যুত্তরে তিনি বলেন, ‘ঠিক কী হয়েছে, আমরা জানি না। কিন্তু এটা একটা বড় সাইবার হামলার ঘটনা, যা এক্স-এর গোটা ব্যবস্থাকে থামিয়ে দিয়েছে।’ পাশাপশি মাস্ক আরও বলেন, ‘ইউক্রেনের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ঘটনাটি ঘটানো হয়।’
মাস্কের এই মন্তব্যকে ভূ-রাজনৈতিক অঙ্কে মাপছেন অনেকেই। কারণ ট্রাম্প-ঘনিষ্ঠ এই শিল্পপতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরোধী হিসাবেই পরিচিত। মাস্কের উক্তি দুই দেশের সম্পর্ককে কোন খাতে যায়, সে দিকে নজর সকলের।
রোববার এক্স বিপর্যয়ের পরেই মুখ খুলেছিলেন মাস্ক। সেই সময় তিনি জানান, আগেও সাইবার হামলার সম্মুখীন হয়েছে এক্স। কিন্তু এবারের আক্রমণ আরও সংগঠিত ভাবে করা হয়েছে বলে দাবি করেন তিনি। বড় গোষ্ঠী এবং দেশ এই কাজের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। পরে সরাসরি ইউক্রেনের নাম নিয়েই অভিযোগ করলেন মাস্ক।
সূত্র: রয়টার্স
এসজেড