ঢাকা | বঙ্গাব্দ

ট্রেন থামিয়ে ৪৫০ যাত্রী জিম্মি, দায় স্বীকার করল বিএলএ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একদল সশস্ত্র বিদ্রোহী যাত্রীবাহী ট্রেন থামিয়ে ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৫
ট্রেন থামিয়ে ৪৫০ যাত্রী জিম্মি, দায় স্বীকার করল বিএলএ ছবি : সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একদল সশস্ত্র বিদ্রোহী যাত্রীবাহী ট্রেন থামিয়ে ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করা বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনার দায় স্বীকার করেছে।


মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে সিবি জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্রোহীরা ট্রেনটি থামিয়ে চালককে গুলি করে আহত করে। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের এই দীর্ঘ যাত্রায় নারী ও শিশুসহ বহু যাত্রী ছিলেন, যাদের এখন বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে।


বিএলএ জানায়, রেললাইনের পাত খুলে ট্রেন থামানোর পর যাত্রীদের আটক করা হয়। তারা হুঁশিয়ারি দিয়েছে, উদ্ধার অভিযান চালালে ভয়াবহ পরিণতি হবে।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতালগুলোকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রেনটি একটি সুড়ঙ্গের সামনে আটকে রয়েছে, যেখানে বিদ্রোহীদের ঘাঁটি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। বিদ্রোহীরা অভিযোগ করছে, সরকার ও বিদেশি কোম্পানিগুলো প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুট করছে, অথচ স্থানীয়দের উন্নতি হচ্ছে না।


২০২৪ সালেই পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ।



thebgbd.com/NA