ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৫
বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব ছবি : সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।


আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্যবসা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।


এছাড়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর আওতায় আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।



thebgbd.com/NA