আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যানজট কম থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি সব অগ্রিম টিকিট অনলাইনে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, ঈদের সময় প্রতিদিনই ট্রেন চলবে, কোনো ডে-অফ থাকবে না। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য যুক্ত করা হবে ৪৪টি অতিরিক্ত কোচ।
অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ওইদিন ২৪ মার্চের টিকিট দেওয়া হবে। পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। যাত্রার আগে প্রতিটি ট্রেনে ২৫% স্ট্যান্ডিং টিকিটও থাকবে।
যানজট কমার বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে যাত্রা করবে। মহাসড়ক থেকে মোটরসাইকেল, নসিমন-করিমন দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার পাশে যেন অস্থায়ী হাট-বাজার না বসে, সেটিও নজরদারিতে থাকবে।
এছাড়া, ঈদের আগে সাময়িকভাবে ঢাকা বাইপাস খুলে দেওয়া হবে এবং বিআরটি করিডর একমুখী চলাচলের জন্য চালু করা হবে বলে জানান তিনি।
thebgbd.com/NA