ঢাকা | বঙ্গাব্দ

কোহলির আউট দেখেই কিশোরীর মৃত্যু? যা বলছে কিশোরীর পরিবার

মৃত ওই কিশোরীর নাম প্রিয়াংশী।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ মার্চ, ২০২৫
কোহলির আউট দেখেই কিশোরীর মৃত্যু?  যা বলছে কিশোরীর পরিবার ছবি : সংগৃহীত।

মৃত ওই কিশোরীর নাম প্রিয়াংশী। তার বাবা অজয় পাণ্ডে জানিয়েছেন, গত রোববার বাড়ির সকলে মিলেই খেলা দেখছিলেন। প্রথম ইনিংস শেষে তিনি বাজারে যান। ভারতের ব্যাটিং শুরু হতে প্রিয়াংশী খেলা দেখতে বসে।


চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল রোববার। ভারত-নিউজ়িল্যান্ড মুখোমুখি হয়েছিল ফাইনালে। কিউয়িদের বিরুদ্ধে এক রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তার গুণমুগ্ধরা হতাশ হয়েছিলেন। ওই দিন পরিবারের সঙ্গে খেলা দেখতে দেখতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মত্যু হয় উত্তরপ্রদেশের দেওরিয়ার চোদ্দো বছরের এক কিশোরীর। ঘটনাচক্রে, কোহলি এক রানে আউট হওয়ার পরই মৃত্যু হয়েছিল তার। পাড়ায় রটে যায়, কোহলির এক রানে আউট হওয়া সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে কিশোরীর।


সেই খবর হু হু করে ছড়িয়ে পড়ে। কোহলির এক রানে আউটের সঙ্গে এই মৃত্যুকে জুড়ে দিয়ে মুখে মুখে সেই খবর আরও ছড়িয়ে পড়ে। অনেকেই নানা রকম প্রতিক্রিয়া দিতেও শুরু করেন। যখন বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে, তখন এক সংবাদমাধ্যমে কিশোরীর বাবা তার কন্যার মৃত্যু প্রসঙ্গে আসল ঘটনাটি তুলে ধরেছেন।


মৃত ওই কিশোরীর নাম প্রিয়াংশী। তার বাবা অজয় পাণ্ডে জানিয়েছেন, রোববার বাড়ির সকলে মিলেই খেলা দেখছিলেন। প্রথম ইনিংস শেষে তিনি বাজারে যান। ভারতের ব্যাটিং শুরু হতে প্রিয়াংশী খেলা দেখতে বসে। হঠাৎই তার কন্যা জ্ঞান হারায়। ঘটনাচক্রে, ওই সময় কোহলি ব্যাট করছিলেন। প্রিয়াংশী জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তেই কোহলি এক রানে আউট হয়ে গিয়েছিলেন। অজয় জানান, বাড়ি থেকে ফোন আসে প্রিয়াংশী জ্ঞান হারিয়েছে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। 


চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রিয়াংশীর। তার পরই খবর ছড়াতে থাকে কোহলির এক রানে আউট হওয়া সহ্য করতে না পেরে কিশোরীর মৃত্যু হয়েছে। এই তত্ত্ব যখন জোরালো হতে শুরু করেছে, প্রিয়াংশীর বাবা এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, তার কন্যার মৃত্যুর সঙ্গে কোহলির এক রানে আউট হওয়ার কোনও সম্পর্ক নেই।


এক প্রতিবেশী অমিত চন্দ্রের আবার দাবি, প্রিয়াংশীর মৃত্যুর সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কোনও সম্পর্ক নেই। যে সময় প্রিয়াংশীর মৃত্যু হয়েছিল সেই সময় ভারতের পরিস্থিতিও খারাপ ছিল না। শুধু তা-ই নয়, ভারতীয় দল ওই সময় কোনও উইকেটও হারায়নি। এমনকি বিরাট কোহলির ব্যাটিংও তখন শুরু হয়নি।


সূত্র:আনন্দ বাজার


thebgbd.com/NA