পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে অতর্কিত হামলার পর জিম্মি যাত্রীদের মুক্ত করার জন্য বুধবার চলমান নিরাপত্তা অভিযানে ৪৫০ জন যাত্রীর মধ্য থেকে ১৫৫ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। অভিযানে ২৭ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে বেলুচিস্তানের শহর সিবি থেকে এএফপি এ খবর জানায়। সূত্রটি জানায়, অভিযান এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষে ব্যাপক গুলি বিনিময় চলছে।
সূত্র: এএফপি
এসজেড