বালৃচিস্তানে ট্রেন হাইজ্যাক করা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। মুক্ত হয়েছেন ৩’শর বেশি জিম্মি। জঙ্গিদের সকলেই নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা। অভিযানে সেনাবাহিনীর ২৮ সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে।’
জাফর এক্সপ্রেসে পাকিস্তান সেনাবাহিনীর ২৭জন ‘অফ ডিউটি’ কর্মকর্তা সফর করছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এ ছাড়া, অভিযানে সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। মোট মৃত সেনার সংখ্যা ২৮ জন।
বুধবার জঙ্গিরা দাবি করেন, তারা ৫০ জন যাত্রীকে হত্যা করা হয়েছে। সরকার তাদের কথা না মানলে বাকিদেরও হত্যা করা হবে। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। তারা মূলত বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র সদস্য। এই সংগঠনের বন্দি সদস্যদের মুক্তির দাবিতে ট্রেন হাইজ্যাত করা হয়। মঙ্গলবারই জিম্মি মুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। তবে বিস্ফোরক জ্যাকেট পরে মহিলা এবং শিশুদের ‘মানবঢাল’ বানায় জঙ্গিরা। জিম্মিদের নেওয়া হয় দুর্গম পাহাড়ি এলাকায়। ফলে অভিযানে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত জঙ্গিদের হত্যা করে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানাল পাকিস্তান।
সন্ত্রাসী হামলায় মাঝেমাঝেই কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান। তবে এই ধরনের এক্সপ্রেস ট্রেন হ্যাইজ্যাক বিরল। যে সব যাত্রীকে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে, ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছেন। অভিযানের সময় কোনও যাত্রী মারা গেছে কি না এখনও তা প্রকাশ করা হয়নি।
সূত্র: এএফপি
এসজেড