ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া সফরে লুকাশেঙ্কো

যৌথ কাজের ওপর বক্তব্য রাখার পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করবেন তারা।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৫
রাশিয়া সফরে লুকাশেঙ্কো আলেকজান্দার লুকাশেঙ্কো।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো এক সরকারি সফরে মস্কোর উদ্দেশে যাত্রা করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটিএ-এর বরাত দিয়ে মিনস্ক থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।


বৃহস্পতিবার, ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো বৈঠক করবেন। রাষ্ট্রপ্রধানগণ বেলারুশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্প্রসারণ সংক্রান্ত একান্ত বৈঠকের পর প্রতিনিধিদলের সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক যোগাযোগের প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করবেন। 


যৌথ কাজের ওপর বক্তব্য রাখার পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করবেন তারা। আলোচনার কয়েকটি নথি স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে।


সূত্র: তাস


এসজেড