ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের দূতের হাঙ্গেরি সফর

বিমানটির সঠিক উড্ডয়নের পথ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উইটকফের সফরসূচিতেও এর কোনও উল্লেখ নেই।
  • অনলাইন ডেস্ক | ১৩ মার্চ, ২০২৫
ট্রাম্পের দূতের হাঙ্গেরি সফর স্টিভ উইটকফ

ফ্লাইট রাডার ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফকে বহনকারী বিমানটি কাতার থেকে হাঙ্গেরি রওনা হয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।


গাল্ফস্ট্রিম জি-৬৫০ বিমানটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মস্কো সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ওপর দিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা করছে। 


বিমানটির সঠিক উড্ডয়নের পথ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি উইটকফের সফরসূচিতেও এর কোনও উল্লেখ নেই। ১২ মার্চ, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইউক্রেনের সংঘাতের সমাধানের বিষয়ে আলোচনায় অংশ নিতে উইটকফ চলতি সপ্তাহে মস্কো সফরে যাবেন।


সূত্র: তাস


এসজেড