বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে জামায়াতকে ‘যুদ্ধাপরাধের সহযোগী’ হিসেবে উল্লেখ করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন পরওয়ার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মাহফুজ আলমের এমন মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা অরাজনৈতিক সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের তদন্তে জামায়াতের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমার আওতায় সকলকে মুক্তি দিয়েছিলেন।
পরওয়ার দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যা আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা পায়নি। তিনি মাহফুজ আলমের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
thebgbd.com/NA