ঢাকা | বঙ্গাব্দ

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

সরকারি বিভিন্ন সংস্থায় বিদ্যমান শূন্যপদগুলো দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার ছবি : সংগৃহীত।

সরকারি বিভিন্ন সংস্থায় বিদ্যমান শূন্যপদগুলো দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব এমন প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপনের নির্দেশ দেন।


বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।


তিনি জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সরকারি বিভিন্ন সংস্থায় হাজার হাজার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব পদ দ্রুত পূরণে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।



thebgbd.com/NA