ঢাকা | বঙ্গাব্দ

দেশের ছয় জেলায় তাপপ্রবাহ, আরও বিস্তারের শঙ্কা

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
দেশের ছয় জেলায় তাপপ্রবাহ, আরও বিস্তারের শঙ্কা ছবি : সংগৃহীত।

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে চলা এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


এদিকে, সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আবহাওয়ার গতিপ্রকৃতিকে প্রভাবিত করতে পারে।



thebgbd.com/NA