ঢাকা | বঙ্গাব্দ

গত ৩ মাসে বেড়েছে কোটিপতি

রাজনৈতিক অস্থিরতার কারণে আমানতকারীরা টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে আমানত সংকট তৈরি হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
গত ৩ মাসে বেড়েছে কোটিপতি ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর অনেক প্রভাবশালী দেশ ছেড়ে পালিয়ে যান, ফলে ব্যাংক খাতে কোটিপতির সংখ্যা কমতে থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমানতকারীরা টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে আমানত সংকট তৈরি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে আবারও আমানত বাড়তে শুরু করে, যার ফলে গত তিন মাসে কোটিপতি হিসাবের সংখ্যা এক লাফে প্রায় পাঁচ হাজার বেড়েছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি, যা সেপ্টেম্বর শেষে ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি। অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকে কোটি টাকার বেশি অর্থ রাখা মানেই ব্যক্তি কোটিপতি নন, এতে প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরায় এখন আবারও আমানত ও কোটিপতির সংখ্যা বাড়ছে, যা অর্থনীতির পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।


thebgbd.com/NIT