ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ গত ডিসেম্বরে ভারতকে কূটনৈতিক পত্র পাঠালেও তিন মাস পার হয়ে গেলেও এখনো কোনো জবাব আসেনি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিকনির্দেশনা দিয়েছেন।"
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে থেকে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপদজ্জনক। তবে ভারতের প্রতিক্রিয়া না পাওয়ায় বাংলাদেশ এখনো তাদের জবাবের অপেক্ষায় রয়েছে।
thebgbd.com/NIT