ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু ভোট ছাড়া বিকল্প নেই: শামা ওবায়েদ

  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
সুষ্ঠু ভোট ছাড়া বিকল্প নেই: শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, "দেশের মানুষ সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।"


বৃহস্পতিবার (১৩ মার্চ) ফরিদপুরের নগরকান্দায় এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, "গত ১৭ বছর যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, তাদেরকেই দলে প্রাধান্য দেওয়া হবে।" একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।


শামা ওবায়েদ আরও দাবি করেন, "বিগত সময়ে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।" তবে এখন সময় এসেছে দেশ ও দল পুনর্গঠনের।


thebgbd.com/NIT