জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের বিষয়ে মতামত জানিয়েছে সাতটি রাজনৈতিক দল। বিএনপিসহ ১৬টি দল অতিরিক্ত সময় চেয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ পাঠানো হয়েছিল। মতামত দেওয়ার শেষ সময় ছিল ১৩ মার্চ। এখন পর্যন্ত মতামত দিয়েছে এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল।
কমিশনের বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার জানান, আগামী সপ্তাহে যাঁরা মতামত দিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, তাঁদের দল বিস্তারিত প্রতিবেদন তৈরি করে মতামত দেবে।
৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে। রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে ‘জুলাই সনদ’ তৈরি করবে জাতীয় ঐকমত্য কমিশন।
thebgbd.com/NIT