ঢাকা | বঙ্গাব্দ

চলে গেলেন সোফিয়া গুবাইদুলিনা

সঙ্গীত প্রকাশক বুসি অ্যান্ড হকস তাদের ওয়েবসাইটে বলেছেন, সোফিয়া হামবুর্গের কাছে নিজের বাড়িতে মারা গেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৫
চলে গেলেন সোফিয়া গুবাইদুলিনা সোফিয়া গুবাইদুলিনা

বিখ্যাত রুশ কম্পোজার সোফিয়া গুবাইদুলিনা বৃহস্পতিবার ৯৩ বছর বয়সে জার্মানিতে মারা গেছেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছিলেন। তার প্রকাশক এ খবর জানায়। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 


সঙ্গীত প্রকাশক বুসি অ্যান্ড হকস তাদের ওয়েবসাইটে বলেছেন, সোফিয়া হামবুর্গের কাছে নিজের বাড়িতে মারা গেছেন। তার একক শৈলীর জন্য প্রশংসিত সোফিয়া বার্লিনের একাডেমি অফ আর্টস ও রয়েল সুইডিশ একাডেমি অফ মিউজিকের সদস্য ছিলেন।


সোফিয়া ১৯৩১ সালে চিস্তোপলে একটি মিশ্র রুশ-তাতার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে অর্থোডক্স চার্চে দীক্ষিত হন। কিন্তু তার কিছু তৈরি কিছু সুরে মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ছাপ রয়েছে।


১৯৭৯ সালে সোভিয়েত সুরকার ইউনিয়ন গুবাইদুলিনাকে কালো তালিকাভুক্ত করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরই তিনি হামবুর্গেও নিকটস্থ এলাকায় চলে যান এবং শোস্তাকোভিচ-পরবর্তী যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোজার বা সুর স্রষ্টা হিসেবে তার অবস্থান দৃঢ় করেন।


সূত্র: এএফপি


এসজেড