ঢাকা | বঙ্গাব্দ

ড্যারিয়েন গ্যাপ কোনও করিডোর নয়

তিন বছরে দশ লাখেরও বেশি মানুষ ড্যারিয়েন গ্যাপের জঙ্গলের মধ্য দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৫
ড্যারিয়েন গ্যাপ কোনও করিডোর নয় ড্যারিয়েন গ্যাপের জঙ্গল দিয়ে পার হচ্ছে অভিবাসীরা।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী ড্যারিয়েন গ্যাপের ভয়াবহ জঙ্গল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অভিবাসন করিডোর নয়। পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন কঠোর ব্যবস্থার কারণে দক্ষিণ আমেরিকা থেকে উত্তরে অভিবাসীদের সংখ্যা কমে যাওয়ার পর পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বৃহস্পতিবার (১৩ মার্চ) এ মন্তব্য করেন। মুলিনো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০১৬ সালে শুরু হওয়া একটি আন্দোলনের অবসান ঘটিয়েছি, যখন দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে স্থলপথে অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।’


তিন বছরে দ্রুত প্রবহমান নদী ও হিংস্র বন্য প্রাণীর বিপদ সত্ত্বেও দশ লাখেরও বেশি মানুষ ড্যারিয়েন গ্যাপের জঙ্গলের মধ্য দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছে। কিন্তু এক বছর আগেও হাজার হাজার অভিবাসী প্রতি মাসে ড্যারিয়েন নদী পার হয়ে উত্তর দিকে যেত। মুলিনোর মতে, মাত্র কয়েক ডজন অভিবাসী একই রুট ব্যবহার করছে।


তিনি বলেন, এটি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কমেছে।  ফলে, পানামার সরকার আগত অভিবাসীদের গ্রহণের জন্য জাতিসংঘের সংস্থাগুলোর সহায়তায় স্থাপিত শিবিরগুলো ভেঙে ফেলা শুরু করেছে। মুলিনো সতর্ক করে বলেন, ‘আমরা ড্যারিয়েন গ্যাপে আর কোনও অভিবাসীকে প্রবেশ করতে দেব না।’ গত বছর নির্বাচনী প্রচারণার সময় এই রুটটি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি।


সূত্র: এএফপি


এসজেড