গ্রিন কার্ড থাকলেই যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না! এবার মার্কিন অভিবাসন নীতি নিয়ে মুখ খুলেছেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে স্থায়ী আভিবাসনের জন্য ‘গোল্ড কার্ড’ চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কথার রেশ ধরে এবার ভ্যান্স গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘একজন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই। গ্রিন কার্ড অভিবাসনের জন্য কোনও স্থায়ী সমাধান নয়।’
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই ধারায় মার্কিন অভিবাসন নীতিতে বড় রদবদলের ভাবনাচিন্তা শুরু করেছে তার প্রশাসন।
সূত্র: ফক্স নিউজ
এসজেড