ইলন মাস্কের সংস্থা টেসলার ওরেগনের শোরুম লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবারের এই গুলিবর্ষণে বেশ কয়েকটি বৈদ্যুতিন গাড়ির ক্ষতি হয়েছে। দায়ীদের খোঁজ করছে পুলিশ এবং প্রশাসন। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মাস্ক। প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই টেসলার শোরুমে ভাঙচুর করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হামলা বিরুদ্ধে কঠিন হওয়ার কথা বললেও কাজ হয়নি।
পুলিশ জানিয়েছে, টিগার্ডের পোর্টল্যান্ডে টেসলার শোরুম লক্ষ্য করে বৃহস্পতিবার ভোর ৪টায় কয়েক ডজন গুলি ছোড়া হয়। তার ফলে বেশ কয়েকটি বৈদ্যুতিন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শোরুমের কাচ ভেঙে গেছে। পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়েছে। এই শোরুমে গত ৬ মার্চও হামলা চালানো হয়।
কয়েক দিন ধরেই টেসলা গাড়ি, শোরুম লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। মাস্কের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষদের একটা বড় অংশ। মাস্ক সরকারের ব্যায়সঙ্কোচ করার জন্য কিছু কড়া পদক্ষেপ করেছেন। প্রশাসনে ‘নাক গলানো’-র বিষয়টিও ভাল চোখে দেখছেন না অনেকেই।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে লিনউডে টেসলার ছয়টি সাইবারট্রাকে রং দিয়ে ‘স্বস্তিক’ একে দেওয়া হয়। রোববার সিয়াটলে টেসলার আরও চারটি ট্রাক পুড়ে যায়। সেগুলিতে কেউ আগুন দিয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ। ট্রাম্প গত মঙ্গলবার ট্রাম্প এই বিক্ষোভকারীদের ‘বামপন্থি’ বলে হুঁশিয়ারিও দেন। যদিও তার পরেও থামেনি টেসলার গাড়ি বা শোরুম লক্ষ্য করে হামলা।
সূত্র: রয়টার্স
এসজেড