গৃহযুদ্ধের পরিস্থিতিতে মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ খাদ্যসঙ্কট তৈরি হয়েছে বলে চার মাস আগে জানায় জাতিসংঘ সংস্থা ইউএনডিপি। এবার জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তহবিল সঙ্কটের কারণে এপ্রিল মাস থেকে মায়ানমারের ১০ লক্ষের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে সে দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন অনেকে।
২০২৩ সালে নভেম্বর থেকে মায়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে সে দেশের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলি। ইতিমধ্যেই দেশের প্রায় অর্ধেক অংশ হাতছাড়া হয়েছে জান্তা সরকারের। গৃহযুদ্ধের পরিস্থিতিতে মায়ানমারের প্রায় দেড় কোটি নাগরিক খাদ্যসঙ্কটের মুখে বলে ইউএনডিপির প্রতিবেদনে জানানো হয়।
সূত্র: রয়টার্স
এসজেড