ঢাকা | বঙ্গাব্দ

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না

কার্নি বলেছেন, ‘আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।’
  • অনলাইন ডেস্ক | ১৫ মার্চ, ২০২৫
কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না মার্ক কার্নি।

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। শুক্রবার (১৪ মার্চ) দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন। অটোয়া থেকে এএফপি আজ একথা জানায়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তির হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার রিডো হলের বাইরে জাতির উদ্দেশে প্রথম দেয়া ভাষণে কার্নি বলেছেন, ‘আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।’


ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কানাডা সম্মান আশা করে। পাশাপাশি তিনি আশা করেছেন, তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘একসঙ্গে কাজ করার’ উপায় খুঁজে বের করবে। 


শুক্রবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘কানাডা অর্থনৈতিকভাবে আমেরিকার ৫১তম রাজ্য হলে দেশটির জন্য আরো ভালো হবে।’ তার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কার্নি বলেছেন, ‘আপনি শুধু এটুকুই বলতে পারেন, এটা এক রকম পাগলামি ছাড়া আর কিছু নয়।’


সূত্র: এএফপি


এসজেড