গত ফেব্রুয়ারি থেকেই অধারাবাহিক ফুটবল খেলে আসছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচে জয় পেলে পরের ম্যাচেই পয়েন্ট হারায় গার্দিওলার দল। গত সপ্তাহে নটিংহ্যামের কাছে হারা সিটি শনিবার (১৪ মার্চ) ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে ব্রাইটনের কাছে।
ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।
ম্যাচের শুরুতেই ব্রাইটন গোল পেয়ে গিয়েছিলো, তবে সিটি ফুটবলারকে ফাউল করায় সেই গোল বাতিল করা হয়। এরপর ম্যাচের দশম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ওমর মারমাউসকে ডি-বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পান সিটিজেনরা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হলান্ড।
তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ব্রাইটন। ২১তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোল করেন ব্রাইটন ডিফেন্ডার এস্তুপিনান। ৩৯তম মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন ওমর মারমাউস। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
তবে বিরতি থেকে ফিরেই আবারও গোল হজম করে গার্দিওলার দল। ৪৮তম মিনিটে খুসানভ আত্মঘাতী গোল করলে আবারও সমতায় ফেরে ব্রাইটন। এরপর ম্যাচে বেশি সুযোগ তৈরি করেছে সফরকারীরা। তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি তারা। এদিকে ব্রাইটনের বিপক্ষে ড্রয়ের ফলে বিব্রতকর এক রেকর্ড গড়েছে সিটি। চলতি মৌসুম এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে যা কি না এক মৌসুমে সর্বোচ্চ।
ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারানোর ফলে শীর্ষ চারে ওঠার সুযোগ হারাল ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে ব্রাইটন।
thebgbd.com/NIT