সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি কিশোর ছেলেকে দেখা গেছে সাধারণ লোকজনকে প্রকাশ্যে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয় ভীতি দেখাতে।
জানা যায়, সেই কিশোর ছেলেটি টুন্ডা বাবু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত এসব সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
টুন্ডা বাবু ও তার ভাই স্বপন এভাবে উঠতি বয়সী কিশোর ছেলেদের প্রশিক্ষণ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভাইরাল করে এ রকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করে থাকে।
মোহাম্মদপুর সেনাবাহিনী এই টুন্ডা বাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে ভোর ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়।
জানা যায়, টুন্ডা বাবু কিছুদিন আগে র্যাবের কাছে গ্রেপ্তার হয়। অতঃপর তার ছোট ভাই স্বপন উক্ত গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল। এই অভিযানের মাধ্যমে টুন্ডা বাবুর বাকি চারজন সদস্য গ্রেপ্তার হলো। এদের সবাইকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদাবর থানায় হস্তান্তর করা হয়।
thebgbd.com/NA