ঢাকা | বঙ্গাব্দ

খুব দ্রুত গ্যাস সংকটের সমাধান হবে, আশা প্রেস সচিবের

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে এটি দেশের জন্য ইতিবাচক হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
খুব দ্রুত গ্যাস সংকটের সমাধান হবে, আশা প্রেস সচিবের ছবি : সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে এটি দেশের জন্য ইতিবাচক হবে। আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


এদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, বাংলাদেশ এখনো এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। শুল্ক সুবিধা হারানোর ফলে রপ্তানি খাতে প্রতিবছর প্রায় ৮ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।


তবে সরকার এই মতের সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, "এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে।"


গ্যাস সংকট প্রসঙ্গে তিনি জানান, নতুন দুটি কূপ খননের জন্য দ্রুত চুক্তি করা হবে এবং এ বিষয়ে আলোচনা চলছে। সরকারের প্রচেষ্টায় খুব দ্রুত গ্যাস সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, "বাজার তদারকি বৃদ্ধি, ট্যারিফ হ্রাস, পণ্য সরবরাহ বৃদ্ধি, চাঁদাবাজি দমন, এলসি খোলার জন্য ডলার সরবরাহ নিশ্চিত করার ফলে বাজারে স্থিতিশীলতা রয়েছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"



thebgbd.com/NA