ঢাকা | বঙ্গাব্দ

ঈদের আগে ফের বাড়লো স্বর্ণের দাম, কত হলো?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২,৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
ঈদের আগে ফের বাড়লো স্বর্ণের দাম, কত হলো? ছবি : সংগৃহীত।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২,৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। নতুন দর সোমবার (১৭ মার্চ) থেকে কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও গুণগত মানের ওপর নির্ভর করে মজুরির পরিমাণ পরিবর্তন হতে পারে।


এর আগে, ৮ মার্চ বাজুস সর্বশেষ স্বর্ণের মূল্য সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল।


thebgbd.com/NA