ঢাকা | বঙ্গাব্দ

ঈদের আগে রমরমা প্রবাসী আয়

দেশে প্রবাসী আয়ের প্রবাহ ঈদকে ঘিরে আবারও বেড়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ, ২০২৫
ঈদের আগে রমরমা প্রবাসী আয় ছবি : সংগৃহীত।

দেশে প্রবাসী আয়ের প্রবাহ ঈদকে ঘিরে আবারও বেড়েছে। মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১৬৫ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ২০৪ কোটি টাকার বেশি। প্রতিদিনই ১১ কোটি ডলারের বেশি আসছে, যা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এবার মার্চে রেমিট্যান্সের ধারা সেই রেকর্ড ভাঙতে পারে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১১ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার। তবে সাতটি ব্যাংক কোনো রেমিট্যান্স পায়নি।


অর্থপাচার ও হুন্ডির প্রবাহ কমে আসায় এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রতিযোগিতামূলক মূল্য পাওয়ায় প্রবাসীরা বৈধ উপায়ে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। এতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ১,৮৪৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি।


এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসায় আগের রেকর্ড ভেঙে যায়। চলতি মাসের প্রবাহ সেই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।


thebgbd.com/NA